আমাদের দেওয়ানী কার্যবিধির আইনানুগ চর্চা ( পর্ব- ১)


আমাদের দেওয়ানী কার্যবিধির চর্চা পর্ব- ১

Procedural Law শব্দদয়ের শাব্দিক অর্থ অতি সহজ হলেও তার কার্যবিশেষে অর্থ অতিব্যপক পৃথিবীর বাস্তবায়িত কার্যপ্রণালীর ও বাস্তবিক আইন গুলা মূলত দুটি মুখ্য দিক চিন্তা করে তৈরি করা হয়েছে

·         Substantive Approach : যেখানে আদালতে আসা পক্ষগনের অধিকার ও দায়বদ্ধতা নির্ধারণ করা হয়

·         Procedural Approach : যেখানে দায়বদ্ধতা ও অধিকার বাস্তবায়ন করার কৌশল ও ব্যবস্থা গ্রহণ করা হয়




এই বিষয় চিন্তা করে এই লিখনিতে কিছু মৌলিক বিষয়কে রেফারেন্স সহকারে পয়েন্ট আকারে উল্লেখ করা হয়েছেঃ

১। দেওয়ানী কার্যবিধি কোড ১৯০৮ সর্বমোট ১৫৫ টি ধারা এবং ৫০ টি আদেশ নিয়ে গঠিত।

২। ধারা এবং আদেশের মধ্য দন্ধ দেখা দিলে ধারা সমুহ প্রাধান্য পাবে। এ আই আর (১৯১৪) কলকাতা ১৫৮১

দেওয়ানী মোকদ্দমায়  ডিক্রি যখন চূড়ান্ত নিষ্পত্তির জন্য  অতিরিক্ত পদক্ষেপের প্রয়োজন পরে তখন ডিক্রি প্রাথমিক হয়।  এ আই আর (১৯১৭) লাহোর ১৫৭

কোন মোকদ্দমার বাতিলকৃত আদেশ ডিক্রিতে পরিণত হয় যদিও তা আপিল যোগ্য।

দেওয়ানী কার্যবিধি ১৯০৮ যথাক্রমে

·         কার্যপ্রণালীর আইন (Adjective or Procedural Law)

·         বাস্তবিক আইনের ( Substantive Law) সমন্বয়ে গঠিত।

কার্যপ্রণালীর আইন তৈরির উদ্দেশ্য হচ্ছে বিচারকে সুগম করা আর বাস্তবিক আইনের উদ্দেশ্য হচ্ছে বিচারকে বাস্তবায়ন করা সে হিসেবে আদালতের দায়িত্ব হচ্ছে এই দুই মূলনীতিগুলো যথাযথ বাস্তবায়ন করা এ আই আর (১৯৭২) এস সি ১৩০২

দেওয়ানী কার্যবিধি কোডকে আদালতের ন্যায়বিচার পরাহত না করে বরং ন্যায়বিচারকে অগ্রগমন ও উন্নয়নে সহায়ক বান্ধব নীতিতে ব্যখ্যা করতে হবে এ আই আর (১৯৮৪) এস সি, ১০০৪

কার্যপ্রণালীর আইন কোন অধিকার সৃষ্টিও করে,.না এবং অধিকারকে রহিতও করেনা কারণ কার্যপদ্দতি নিয়ন্ত্রন করাই তার মূল উদ্দেশ্য  এ আই আর (১৯৮৪) এস, সি ১০০৪

                          

                         Here,

·         AIR means All India Reporter

·         SC means Supreme Court.


Comments